Blog

বশেমুরকৃবিতে মুজিববর্ষ উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) শিক্ষক সমিতির উদ্যোগে সপ্তাহব্যাপী “মুজিববর্ষ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২২” আয়োজন করা হয়। গতকাল ৬ই ফেব্রুয়ারী ২০২২ ইং তারিখ সন্ধ্যা ৬ঃ৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টটি শুভ উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ। টুর্নামেন্টটের চারটি গ্রুপে প্রতিটির উইনারগণ একে অপরের সাথে সেমিফাইনাল খেলবে। অংশগ্রহণকৃত খেলোয়াড়দের মধ্য থেকে উইনার, রানার আপ ও দ্বিতীয় রানার আপ চুড়ান্তভাবে নির্বাচিত হবে। টুর্নামেন্টটির উদ্ভোধনী অনুষ্ঠানে শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ ময়নুল হক, সাধারণ সম্পাদক ড. আসিফ রেজা অনিকসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যগণ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। শিক্ষক সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সার্বিক ব্যবস্থাপনায় ওয়ালটন বাংলাদেশ লিঃ টুর্নামেন্টটির পৃষ্ঠপোষকতা করে।