Blog

বশেমুরকৃবি’তে বার্ষিক কর্মপরিকল্পনা বাস্তবায়ন (এপিএ)’র আওতায় সেবা প্রদান প্রতিশ্রুতি কর্মশালা অনুষ্ঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ভবন সম্মেলন কক্ষে আজ ৩১ মে, মঙ্গলবার দিনব্যাপী বার্ষিক কর্মপরিকল্পনা বাস্তবায়ন কর্মসূচির আওতায় সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ক দু’টি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার শুভ উদ্বোধন করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে দুর্ণীতিমূক্ত প্রশাসন গড়তে সচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ অত্যন্ত জরুরী। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীন ও নাগরিক সেবা অধিকতর সহজ করতে সিটিজেন চার্টার প্রণয়ন তথা সেবা প্রদান প্রতিশ্রুতি অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপ যা এ কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীগণ পরিস্কার ধারণা পাবেন। কর্মশালার বিশেষ অতিথি ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ক বিস্তারিত আলোচনা করেন। বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মপরিকল্পনা বাস্তবায়ন টীম এর আহবায়ক ও পরিচালক (প.ও উ.) প্রফেসর ড. এম. ময়নুল হকের সভাপতিত্বে উদ্বোধনী সভায় পরিচালক (আইকিউএসি) প্রফেসর ড. মোঃ আবিয়ার রহমান স্বাগত বক্তব্য প্রদান করেন। কর্মশালায় মোহাম্মদ আবু আল বাশার, উপ-রেজিস্ট্রার ও ফোকাল পয়েন্ট, এপিএ বাস্তবায়ন টীম, সেবা প্রদান প্রতিশ্রুতি কর্মপরিকল্পনা (২০২১-২২) উপস্থাপন করেন। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সকল কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।