Blog

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে গবেষণা ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) দিনব্যাপী ‘গবেষণা ব্যবস্থাপনা’ শীর্ষক কর্মশালা বিশ^বিদ্যালয় সম্মেলন কক্ষেঅনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াস উদ্দীন মিয়ার সভাপতিত্বে গত ২৫ অক্টোবর’ ১৭ তারিখে অনুষ্ঠিত ‘দীর্ঘ মেয়াদী গবেষণা পরিকল্পনা’ শীর্ষক কর্মশালায় উত্থাপিত ৫৬টি প্রকল্প অদ্য সভায় আলোচনা পর্যালোচনা শেষে ৪০টি প্রকল্প চুড়ান্ত ভাবে গৃহীত হয় ও প্রকল্প সমূহের বাজেট অনুমোদন করা হয়। গবেষণা ব্যবস্থাপনা কমিটির সকল সম্মানিত সদস্য, আমন্ত্রিত অতিথি হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, মোঃ হুমায়ুন কবীর লস্কর, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (গবেষণা), ড. মোঃ লুৎফর রহমান সহ অত্র বিশ^বিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর, প্রফেসর ড. মোঃ আব্দুল মান্নান আকন্দ, সাবেক ট্রেজারার প্রফেসর ড. এম. আব্দুল করিম, বর্তমান ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ, সকল অনুষদেও ডীন বৃন্দ, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এবং পরিচালক (গবেষণা) এ সময়েউপস্থিত ছিলেন।