Blog

‘বঙ্গবন্ধু কর্ণারের পাঠকক্ষ ও থিসিস কর্ণার’ উদ্বোধন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (আজ ০৯ জানুয়ারি’২০ সকাল ১০-০০টায়) গ্রন্থাগার ভবনে স্থাপিত বঙ্গবন্ধু কর্ণারের পাঠকক্ষ ও থিসিস কর্ণার এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া। একইসাথে তিনি মুক্তিসংগ্রামের আলোকচিত্র সম্বলিত অ্যালবামেরও মোড়ক উন্মোচন করেন। তিনি তাঁর বক্তৃতায় বলেন, বঙ্গবন্ধু কর্ণারে বাংলাদেশের মুক্তিযুদ্ধু, স্বাধীনতার ইতিহাস, বঙ্গবন্ধু’র জীবনী, বাঙালীর সাহিত্য-সংস্কৃতি বিষয়ে প্রচুর বইপত্র রয়েছে। ভবিষ্যতে এ পাঠকক্ষকে তথ্য ও পুস্তকে আরো সমৃদ্ধ করা হবে। তিনি ছাত্র-ছাত্রীদের গ্রন্থাগারমূখী হওয়ার আহবান জানান। ভাইস-চ্যান্সেলর আরো বলেন, বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকীতে এবং বঙ্গবন্ধু’র স্বদেশ প্রত্যাবর্তন ক্ষণে এ অনুষ্ঠান খুবই তাৎপর্যপূর্ণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার প্রধান প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান। এসময়ে বিশ্ববিদ্যালয়ের ডীনবৃন্দ, পরিচালকবৃন্দ, প্রভোস্টবৃন্দ, শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।