Blog

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘সায়েন্টিফিক রাইটিং কোর্স’ শীর্ষক প্রশিক্ষণ শুরু

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকবৃন্দের ‘সায়েন্টিফিক রাইটিং কোর্স’ শীর্ষক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ আজ ১৩ ফেব্রুয়ারি ২০২২ বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সেমিনার কক্ষে শুরু হয়েছে। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স (আইকিউএসি) সেলের পরিচালক প্রফেসর ড. মোঃ আবিয়ার রহমান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ। কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ প্রদান করছেন সাবেক প্রিন্সিপাল রিসার্স সায়েন্টিস্ট, ডিপিআইআরডি, গভর্মেন্ট অফ ওয়েস্টার্ণ অস্ট্রেলিয়া ড. আবুল হাশেম। উদ্বোধনী পর্বে মাননীয় ভাইস-চ্যান্সেলর তাঁর বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রভাষক এবং সহকারী অধ্যাপকগণকে গবেষণার পাশাপাশি ভালোমানের প্রকাশনায় আরো মনোনিবেশ করার আহবান জানান। অনুষ্ঠানে আইকিউএসি এর অতিরিক্ত পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।