Blog

নববর্ষ ১৪২৫ উদযাপন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) এ আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে নববর্ষ ১৪২৫ বরণ করা হয়। বর্ষবরণ উপলক্ষে দিনব্যাপী বিস্তারিত কর্মসূচির মধ্যে ছিল সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মঙ্গল শোভাযাত্রা। বর্ণাঢ্য এ শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়াসহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকবৃন্দ অংশগ্রহণ করেন। মঙ্গল শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে বৈশাখী চত্বরে এসে শেষ হয়। বর্ষবরণ মঞ্চে বর্ষবরণের গান এসো হে বৈশাখ এসো এসো…….. সূচনা সঙ্গীতের মাধ্যমে সকাল ৯-৩০টা থেকে অনুষ্ঠিত হয় ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ক্যাম্পাসবাসী ও অতিথি শিল্পীদের পরিবেশনায় সুরে-ছন্দে বর্ষবরণ করা হয়। সকাল ১০:৩০টায় বৈশাখী মেলা উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া। এছাড়া অনুষ্ঠিত হয় বাঙালী খেলা, র‌্যাফেল ড্র, পুরস্কার বিতরণীসহ বিভিন্ন অনুষ্ঠানমালা। বাদ যোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বিশবিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া, ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের পরিচালকবৃন্দ, রেজিস্ট্রার, প্রক্টর, প্রভোস্টবৃন্দ, শিক্ষকবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, কর্মচারীবৃন্দ ও অতিথিবৃন্দ পহেলা বৈশাখের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিকালে ছাত্রী-ছাত্রীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শেষ হয়।