Blog

বঙ্গবন্ধু’র মহান দান কৃষিবিদ ক্লাস ওয়ান-মর্যাদার স্মরণে কৃষিবিদ দিবস উদযাপন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে আজ (১৩ ফেব্রুয়ারি’২৩) সোমবার যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে কৃষিবিদ দিবস উদযাপিত হয়। দিবসের কর্মসূচির মধ্যে ছিল আনন্দ র‌্যালী, বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, আলোচনা ও দোয়া মাহফিল। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়ার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি, কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। অত:পর দিবসের তাৎপর্য তুলে ধরে বিশ্ববিদ্যালয় চত্বরে এক আলোচনায় ভাইস-চ্যান্সেলর জাতির পিতা বঙ্গবন্ধুসহ মুক্তিযুদ্ধ ও তৎপরবর্তী সময়ে দেশের জন্য সকল আত্নোৎসর্গকারী শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। বিশেষকরে, ভাষার মাসে মার্তৃভাষার মর্যাদা রক্ষায় যারা রক্ত দিয়েছেন তাঁদের আত্নার প্রতি গভীর শ্রদ্ধা ও মাগফেরাত কামনা করেন। এরপর এইদিনের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, প্রখর দূরদৃষ্টিসম্পন্ন জাতির পিতার ১৯৭৩ সালের ঐতিহাসিক ঘোষণায় কৃষিবিদদের প্রথম শ্রেণির মর্যাদাদানের মাধ্যমে শুধুমাত্র একটি পেশাকেই সম্মানিত করেননি বরং কৃষিতে মেধাবীদের আকৃষ্ট করার মাধ্যমে সবুজ বিপ্লবের সূচনা করে গিয়েছেন। যুদ্ধবিধ্বস্ত সদ্যস্বাধীন বাংলাদেশকে ক্ষুধামুক্ত এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার সুদুর প্রসারি যে পরিকল্পনা বঙ্গবন্ধু নিয়েছিলেন, তাঁর সে দেখানো পথেই তাঁর সুযোগ্য উত্তরসূরী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কৃষিবান্ধব পরিকল্পনায় দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আগামীদিনের চ্যালেঞ্জ মোকাবেলায় কৃষিবিদরা এ মর্যাদা রক্ষায় কৃষির উন্নয়নে সর্বাত্নক প্রচেষ্টা অব্যাহত রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ অহিদুজ্জামান, সাবেক সভাপতি প্রফেসর ড. মোঃ তোফাজ্জল ইসলাম প্রমুখ। বাদ যোহর বঙ্গবন্ধুসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে শাহাদাৎ বরণকারী সকল শহীদ এবং প্রয়াত কৃষিবিদদের রুহের মাগফেরাত কামনা করে কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। কৃষিবিদ দিবসের কর্মসূচিতে অনুষদীয় ডীনবৃন্দ, পরিচালকবৃন্দ, প্রক্টর, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, অন্যান্য শিক্ষক, ছাত্র-ছাত্রী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।