Blog

প্রেস বিজ্ঞপ্তিঃ কৃষি বিষয়ে গুচ্ছ পদ্ধতিতে স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৭ নভেম্বর

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২০-২০২১ শিক্ষাবর্ষের সকল কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে দেশের ৭টি কৃষি/কৃষি প্রাধান্য বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা আগামী ২৭ নভেম্বর ২০২১ শনিবার, বেলা ১১-৩০টা থেকে ১২-৩০টা পর্যন্ত এক ঘন্টাব্যাপী সাতটি বিশ্ববিদ্যালয়ে একযোগে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা সফল করার জন্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়সমূহ: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রসমূহে ইতোমধ্যে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও সভাপতি, কেন্দ্রীয় ভর্তি কমিটি, প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া, সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকগণ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ ও গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।