Blog

প্রফেসর তোফায়েল আহমেদ দ্বিতীয় মেয়াদে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার নিযুক্ত

বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলর মহামান্য রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিবনায়ন ও পরিবেশ বিভাগের প্রফেসর তোফায়েল আহমেদকে চার বছরের জন্য দ্বিতীয় মেয়াদে অত্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসাবে নিয়োগ প্রদান করেছেন। প্রফেসর তোফায়েল আহমেদ ১৯৭২ সনে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জম্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হইতে কৃষিতে প্রথম শ্রেণীতে অনার্স ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ^বিদ্যালয় থেকে কৃষিবনায়ন ও পরিবেশ বিভাগ থেকে প্রথম শ্রেনীতে মাস্টার্স অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন। তিনি জাপানের ইবারাকি বিশ্ববিদ্যালয়ের রিজিওনাল এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স গ্র্যাজুয়েট স্কুল অব এগ্রিকালচার থেকেও ২০১০ সালে এমএস ডিগ্রী অর্জন করেন। প্রফেসর তোফায়েল আহমেদ ইতোপূর্বে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), পরিচালক (ছাত্র কল্যাণ), প্রভোস্ট, বিভাগীয় প্রধানসহ অনেক গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করেন। প্রফেসর আহমেদ’র তত্ত্বাবধানে ২০ জন ছাত্র ছাত্রী মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। তাঁর ৪৮টি গবেষণা প্রবন্ধ রয়েছে। তিনি কৃষিবিদ ইনস্টিটিউটশন, জাইকা এলামনাই এসোসিয়েশসসহ অনেকগুলি পেশাজীবী সংগঠনের সদস্য। তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে জড়িত আছেন।