Blog

প্রফেসর ড. শামসুল আলম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা প্রতিমন্ত্রী নিযুক্ত হওয়ায় উপাচার্য মহোদয়ের উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন

প্রথিতযশা শিক্ষাবিদ, পরিকল্পনা কমিশনের সাবেক সফল সিনিয়র সচিব, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য ও সাবেক এডজাংক্ট ফ্যাকাল্টি, ২১শে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ, অসংখ্য গ্রন্থের প্রণেতা, প্রফেসর ড. শামসুল আলম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা প্রতিমন্ত্রী নিযুক্ত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া তাঁকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এক অভিনন্দন বার্তায় ভাইস-চ্যান্সেলর বলেন, প্রফেসর ড. শামসুল আলম ২০০৯ সালে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে যোগদান করে দীর্ঘ ১২ বছর অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে মাননীয় প্রধানমন্ত্রী’র আস্থা ও বিশ্বাস অর্জন করেছেন। একজন দূরদর্শী পরিকল্পনাবিদ ও দক্ষ প্রশাসক প্রফেসর ড. শামসুল আলমকে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব প্রদান করায় ভাইস-চ্যান্সেলর মহোদয় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। অধ্যাপক ড. শামসুল আলম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের বর্তমান সিন্ডিকেট সদস্যসহ বেশ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর মেধা, প্রজ্ঞা, বিচক্ষণতা, দূরদর্শী চিন্তা ও চেতনার মাধ্যমে তিনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন। তাঁর সুদীর্ঘ কর্মজীবনে সফল শিক্ষকতার পাশাপাশি পরিকল্পনা কমিশনে দায়িত্ব পালনকালীন দারিদ্র বিমোচন কৌশলপত্র প্রণয়ন ও পুনর্বিন্যাস, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন, জাতীয় টেকসই উন্নয়নের কৌশলপত্র, শতবর্ষের ডেল্টা প্ল্যানসহ নানা উন্নয়নমুখী পরিকল্পনা প্রণয়নের মধ্য দিয়ে দেশকে উন্নয়নের মহাসড়কে এগিয়ে নিয়ে গেছেন। জাতীয় অর্থনীতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরুপ তিনি একুশে পদক লাভ করেছেন। ব্যক্তিজীবনে তিনি অত্যন্ত বিনয়ী ও সজ্জন ব্যক্তি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয় তাঁর এই নিযুক্তিতে অত্যন্ত আনন্দিত এবং তাঁর এ দায়িত্বকালীন সময়ের সার্বিক সফলতা কামনা করেন।