Blog

তথ্য অধিকার আইন, বিধিমালা ও প্রবিধানমালা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ২৮ সেপ্টেম্বর, বুধবার বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সেমিনার কক্ষে তথ্য অধিকার বার্ষিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে তথ্য অথিকার আইন, বিধিমালা ও প্রবিধানমালা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ ও এপিএ টিম লিডার প্রফেসর ড. এম. ময়নুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জনসাধারণের ক্ষমাতায়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং দূর্ণীতি হ্রাস করে সুশাসন প্রতিষ্ঠার জন্য তথ্য প্রাপ্তির অধিকার সুনিশ্চিত করতে হবে। এই মহৎ উদ্দেশ্যেই তথ্য অধিকার আইন, বিধিমালা ও প্রবিধানমালা জানা অত্যন্ত প্রাসঙ্গিক। পরিচালক (আইকিউএসি) প্রফেসর ড. মোঃ আবিয়ার রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের তথ্য অধিকার কর্মপরিকল্পনা বাস্তবায়ন কমিটির সভাপতি ও পরিচালক (গবেষণা) প্রফেসর ড. এ. কে. এম. আমিনুল ইসলাম। দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণির কর্মচারীগণ অংশগ্রহণ করেন।