Blog

গবেষণা পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) দিনব্যাপী ‘গবেষণা পরিকল্পনা ২০২১-২০২৪ বিষয়ক’ কর্মশালা আজ (২৮ অক্টোবর’২১) বিশ^বিদ্যালয় অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মশালার উদ্বোধন করেন। তিনি কর্মশালার গুরুত্ব আরোপ করে এর সার্বিক সফলতা কামনা করেন এবং অংশগ্রহণকারী সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। প্রফেসর ড. এ. কে. এম. আমিনুল ইসলাম, পরিচালক (গবেষণা) এর সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রফেসর ড. টোটন কুমার ঘোষ, সহযোগী পরিচালক (গবেষণা) সঞ্চালকের দায়িত্ব পালন করেন।
কর্মশালায় মোট ৩৫টি গবেষণাপত্র উপস্থাপন করা হয়। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিচালক (বাউরেস), বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (গবেষণা), বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (গবেষণা) ও চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ)সহ অন্যান্য বিজ্ঞানীগণ অংশগ্রহণ করেন।