Blog

কর্মকর্তাদের ‘অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ’ অনুষ্ঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৭-১৯ ফেব্রুয়ারি ২০২০ তিন দিন ব্যাপী ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক ‘কর্মকর্তাদের অফিস ব্যবস্থাপনা’ বিষয়ের উপর প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ভাইস-চ্যান্সেলর তাঁর বক্তৃতায় বলেন, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি, সচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। তিনি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য সুচারুভাবে পালনের উপরও গুরুত্বারোপ করেন। আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ আবিয়ার রহমান অনুষ্ঠানে সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. এস. এম. রফিকুজ্জামান।
বাংলাদেশ সচিবালয়ের যুগ্মসচিব (অব.) আবুল কাসেম মোঃ বোরহানউদ্দীন কর্মশালায় প্রধান প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন। এ প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।