Blog

করোনা ভাইরাস শনাক্তকরণের জন্য বশেমুরকৃবি’র RT-PCR স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে হস্তান্তর

সারাবিশ্বের মত বাংলাদেশেও করোনা ভাইরাস এর সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। সংক্রামক এ ভাইরাস থেকে দেশের জনগণকে সুরক্ষা প্রদানকল্পে যথাযথ শনাক্তকরণের কোন বিকল্প নেই। দেশের বিভিন্ন মহল থেকে করোনা ভাইরাস শনাক্তকরণ প্রক্রিয়াকে ব্যাপকতর করার দাবী উঠেছে। ভাইরাস শনাক্তকরণের এ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় উদ্যোগ গ্রহণ করেছে। এ উদ্যোগের অংশ হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের RT-PCR মেশিনটি মন্ত্রণালয়কে প্রদান করার জন্য অনুরোধ করেছে। অদ্য ২১ এপ্রিল ২০২০ রোজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ সিরাজুল ইসলাম এর নিকট RT-PCR মেশিনটি আনুষাঙ্গিক যন্ত্রাংশসহ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছেন। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর আশা প্রকাশ করেন যে, দেশে করোনা ভাইরাস শনাক্তকরণে এ যন্ত্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই দেশের এ ক্রান্তিকালে করোনা ভাইরাস শনাক্তকরণের জন্য বিশ্ববিদ্যালয় এ যন্ত্রটি স্বাস্থ্য মন্ত্রণালয়কে হস্তান্তর করতে পেরে গর্বিত। RT-PCR হস্তান্তর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ, ডীন (গ্র্যাজুয়েট স্টাডিজ) প্রফেসর ড. মোঃ আবুল হোসেন মোল্লা, পরিচালক (গবেষণা) প্রফেসর ড. এ. কে. এম. আমিনুল ইসলাম, প্রক্টর ড. মোঃ আরিফুর রহমান খান, আইবিজিই এর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের করোনা প্রতিরোধ কমিটির সদস্য-সচিব ড. মুহাম্মদ আবদুস ছালাম উপস্থিত ছিলেন। জানা যায় যে, স্বাস্থ্য মন্ত্রণালয় RT-PCR মেশিনটি করোনা ভাইরাস শনাক্তকরণের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থাপন করবে।