Blog

ওয়েবসাইট ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক মান নিশ্চিতকরণ সেল (আইকিউএসি) কর্তৃক ওয়েবসাইট ম্যানেজমেন্ট বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অদ্য ২৯ সেপ্টেম্বর ২০২১ সকাল ১০:০০টায় বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ আবিয়ার রহমান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ। উদ্বোধনী পর্বে ভাইস-চ্যান্সেলর তাঁর বক্তব্যে বলেন, আজকের এই প্রশিক্ষণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট আরো সমৃদ্ধ হবে পাশাপাশি তা বিশ্ববিদ্যালয়ের মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরো বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকারের যুগান্তকারী বিভিন্ন পদক্ষেপের ফলে মহামারী করোনাকালেও দেশবাসী এর সুফল ভোগ করছে। তিনি প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত শিক্ষকবৃন্দকে ধন্যবাদ জানান এবং প্রশিক্ষণ কর্মশালার সার্বিক সাফল্য কামনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. আসিফ রেজা অনিক।