Blog

উদ্যান ফসলের উৎপাদন কৌশল এবং সংগ্রহোত্তর ব্যবস্থাপনা শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

উদ্যান ফসলের আধুনিক উৎপাদন কৌশল এবং সংগ্রহোত্তর ব্যবস্থাপনা শীর্ষক কৃষক প্রশিক্ষণ আজ ৬ মার্চ ২০২৩ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, আদিকাল থেকে কৃষকগণ তাঁদের নিজস্ব কলাকৌশলে কৃষি কাজ কওে আসছেন, তাঁদের কলাকৌশলের সাথে গবেষকদের উদ্ভাবিত প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে কৃষকগণ নিজেরা অধিক ফসল উৎপাদন ও সংগ্রহ ব্যবস্থাপনা গড়ে তুলতে পারবেন। পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. ইমরুল কায়েসের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ। উদ্যান ফসলের আধুনিক উৎপাদন কৌশল এবং সংগ্রহোত্তর ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন উদ্যানতত্ত¡ বিভাগের প্রফেসর ড. মোঃ ফখরুল হাসান এবং প্রফেসর ড. জাহিদুল হাসান। গাজীপুর সিটি কর্পোরেশনের কাউলতিয়া, কাপাসিয়ার টোক ও গাজীপুর সদরের মার্তা গ্রামের ৬০ জন কৃষক-কৃষাণী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।