Blog

ইরির সিনিয়র সায়েন্টিস্ট এর বশেমুরকৃবি পরিদর্শন

আজ ২০ অক্টোবর ২০২২ সকালে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইরি) এর সিনিয়র সায়েন্টিস্ট এবং ন্যাটিভ ট্রেইট ডিস্কোভারি এন্ড ডেভেলপমেন্ট উইং এর প্রধান ড. প্ল্যাটেন জে. ডেমিয়েন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) পরিদর্শন করেন। এসময় তিনি ‘বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’ এর অর্থায়নে বশেমুরকৃবি ও ইরি কর্তৃক বাস্তবায়িত প্রকল্পসমূহ এবং কয়েকটি ল্যাবরেটরী পরিদর্শন করেন। পরিদর্শনকালে ’এগ্রি নেটওয়ার্ক ট্রায়াল’ প্রকল্পের বশেমুরকৃবি অংশের পরিচালক প্রফেসর ড. এ. কে. এম. আমিনুল ইসলাম এবং সহযোগী প্রকল্প পরিচালক প্রফেসর ড. মোঃ শরীফ রায়হান উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে ড. প্ল্যাটেন জে. ডেমিয়েন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া এর সাথে তার অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের সমসাময়িক এবং সামগ্রিক অর্জনে উপাচার্যকে আন্তরিক অভিনন্দন জানান। ড. প্ল্যাটেন জে. ডেমিয়েন ভবিষ্যতে বশেমুরকৃবির সাথে ইরির যৌথ উদ্যোগে মলিকুলার প্ল্যান্ট ব্রিডিং জেনোমিক্স এবং বায়োইনফরমেটিকস্ বিষয়ের উপর নতুন প্রকল্প গ্রহণ এবং সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।