Blog

অধ্যাপক তোফাজ্জল ইসলাম বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ফেলো নির্বাচিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (আইবিজিই) এর পরিচালক অধ্যাপক ড. মোঃ তোফাজ্জল ইসলাম বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ফেলো নির্বাচিত হয়েছেন। কৃষি জীবপ্রযুক্তি বিষয়ে মৌলিক গবেষণায় অসামান্য কৃতিত্বের জন্য তিনি ২০১১ সালে জীববিজ্ঞানে (জেষ্ঠ্য ক্যাটাগরিতে) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট থেকে বাংলাদেশ বিজ্ঞান একাডেমির স্বর্ণ পদক লাভ করেন। তিনি দু’বার বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এওয়ার্ডসহ বহু জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন।
অধ্যাপক তোফাজ্জল ইসলাম ইতিপূর্বে যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট, জার্মানীর হুমবোল্ড, জাপানের জেএসপিএস এবং যুক্তরাজ্যের কমনওয়েলথ ফেলোশীপের আওতায় দীর্ঘমেয়াদী গবেষণা করেন। জীবনরহস্য বিশ্লেষণপূর্বক গমের মারাত্মক ব্লাস্ট রোগের জীবাণুর কৌলিক স্বাতন্ত্র্য ও উৎপত্তিস্থল নির্ণয়ে তিনি নেতৃত্ব দেন, যা জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়। বর্তমানে তিনি জিন এডিটিং এর মাধ্যমে গমের ব্লাস্ট রোগ প্রতিরোধী জাত উদ্ভাবন এবং রাসায়নিক সার ও বালাইনাশকের বিকল্প প্রোবায়োটিক ব্যাকটেরিয়া নিয়ে গবেষণা প্রকল্প পরিচালনা করেছেন। উচ্চ ইমপ্যাক্ট ফ্যাক্টরসম্পন্ন আন্তর্জাতিক জার্নালে তার দু’শতাধিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে