Blog

স্মার্ট ভিলেজ এ্যান্ড স্মার্ট সিটি বাস্তবায়নে স্মার্ট কৃষি প্রযুক্তি কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহন করা হবে- ভাইস চ্যান্সেলর

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ও সেন্টার ফর স্মার্ট ভিলেজ অ্যান্ড স্মার্ট সিটি স্টাডিজ, টঝঅ যৌথ আয়োজনে ১৫ মার্চ ২০২৩, বুধবার ‘স্মার্ট ভিলেজ এ্যান্ড স্মার্ট সিটি : পার্সপেকটিভ ডিজিটাল বাংলাদেশ’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া। মূল প্রবন্ধ উপস্থাপন করেন Center for Smart Village and Smart City Studies  এর ফাউন্ডার, আলস্টার ইউনিভার্সিটি, যুক্তরাজ্য এর ড. নাজমুল সিদ্দিকী। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ও বাস্তবায়নকারী। ডিজিটাল বাংলাদেশ রূপকল্প ২০২২-এর সফল বাস্তবায়নের ধারাবাহিকতায় বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। এ প্রেক্ষিতে ‘স্মার্ট বাংলাদেশ’ ভাবনায় কৃষিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে স্মার্ট কৃষি ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে প্রতিটি গ্রামে আধুনিক নগরের সুবিধা স¤প্রসারণে কর্মপরিকল্পনা গ্রহন করেছেন।
কৃষিতে চতুর্থ শিল্পবিপ্লব তথা ডিজিটাল প্রযুক্তির ছোঁয়ায় ‘স্মার্ট ভিলেজ এ্যান্ড স্মার্ট সিটি: পার্সপেকটিভ ডিজিটাল বাংলাদেশ’ বিষয়ক কর্মশালা ও কার্যক্রমকে একটি ব্যতিক্রমধর্মী ও সময়োপযোগী উদ্যোগ। কৃষি ব্যবস্থাপনাকে আধুনিক এবং লাভজনক করার প্রত্যয়ে কৃষিকে প্রাধান্য দিয়ে স্মার্ট ভিলেজ নির্মাণের বিষয়টি অতি গুরুত্বপূর্ণ, এ জন্য দরকার স্মার্ট কৃষি ও তার সফল বাস্তবায়ন। কর্মশালার উদ্বোধনী সেশনে গেস্ট অব্ অনার হিসেবে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য এবং ‘Center for Smart Village and Smart City Studies’ এর উপদেষ্টা প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। ‘Roadmap to Model Smart Village’ এর উদ্বোধনী অনুষ্ঠানে সেশনে চেয়ার ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ। কর্মশালার টেকনিক্যাল সেশনে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের ড. রিংকু বসাক, মি. কাইসার হক, ফিনল্যান্ডের মি. কামরুল আহসান, প্রান ডেইরী হাবের ডিজিএম জনাব শরীফ উদ্দিন তরফদার স্মার্ট কৃষির বিনির্মাণে প্রবন্ধ উপস্থাপন করেন। সেশন মডারেটর হিসেবে স্বাগত বক্তব্য প্রদান করেন বশেমুরকৃবি’র সিএসটি বিভাগের বিভাগীয় প্রধান ড. গনেশ চন্দ্র সাহা। কর্মশালায় North America, Europe, Asia Ges Australia এর বিভিন্ন দেশে অবস্থারত থেকে বাংলাদেশীসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তাগণ অংশগ্রহন করেন।