সাউথ এশিয়ান ফোরাম ফর এনভায়রনমেন্ট বিজ্ঞানীদের নিকট “পরিবেশ বিপর্যয় ও সংরক্ষণ” বইটি হস্তান্তর
গত ১২-১৩ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) ২ দিন ব্যাপি ইকোসিস্টেম সার্ভিসেস ক্যাপাসিটি বিল্ডিংয়ের ওয়ার্কসপটি সফল ভাবে সম্পন্ন হয়েছে। ওই ওয়ার্কসপটি বশেমুরকৃবি, এশিয়া স্পিসিফিক নেটওয়ার্ক ফর গ্লোবাল চেইঞ্জ রিসার্চ (এপিএন) ও সাউথ এশিয়ান ফোরাম ফর এনভায়রনমেন্ট (সেইফ) এর যৌথ উদ্যোগে বশেমুরকৃবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। ওই ওয়ার্কসপে ইকোসিস্টেম সার্ভিসের প্রাইসিং ও ভালনারিবিলিটি নিয়ে ব্যাপক আলোচনা হয়। ইকোসিস্টেম পূনরুদ্ধার মানুষের জীবন যাত্রার মানন্নোয়নে কতটা প্রভাব রাখতে পারে তা নিয়েও আলোচনা হয়েছে। বাংলাদেশ ও ভারতের বিজ্ঞানী ছাড়াও বশেমুরকৃবির অধ্যাপক ও পরিবেশবিদ গনের উপস্থিতিতে ওয়ার্কসপটি সফল ভাবে সম্পন্ন হয়েছে। উদ্ধোধনী অনুষ্ঠানে বশেমুরকৃবির উপাচার্য অধ্যাপক ড. মো: গিয়াসউদ্দীন মিয়া ওয়ার্কসপটির গুরুত্ব পূঙ্খানুপূঙ্খ ভাবে বিশ্লেষণ করেছেন। সমাপনী অনুষ্ঠানে বশেমুরকৃবির ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদের উপস্থিতিতে বশেমুরকৃবির শিক্ষক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম কর্তৃক রচিত “পরিবেশ বিপর্যয় ও সংরক্ষণ” বইটি ভারতের বিজ্ঞানী ড. দিপায়ন দে ও ড. মালঞ্চ দে কে লেখক নিজ হাতে উপহার স্বরুপ তুলে দেন। পরিশেষে ড. দে মনে করেন যে, ড. জাহাঙ্গীর আলমের রচিত “পরিবেশ বিপর্যয় ও সংরক্ষণ” বইটি ভবিষ্যতে ইকোসিস্টেমের ওপর গবেষণায় গুরুত্বপূর্ন অবদান রাখবে বলে আশা করা যায়।