Blog

শোক বার্তা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের টেকনিক্যাল অফিসার তাহেরা খাতুন, গতকাল ১৬ জুন, ২০২০ বিকাল ৪:৫৭ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ঢাকাস্থ উত্তরা আধুনিক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর। তিনি বিগত ২৩/০৪/১৯৯০ তারিখে এ বিশ্ববিদ্যালয়ে যোগদান করে মৃত্যুর আগ পর্যন্ত কর্মরত ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন। তিনি এক শোক বার্তায় বলেন, টেকনিক্যাল অফিসার তাহেরা খাতুনের মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবার মর্মাহত এবং গভীরভাবে শোকাহত। তিনি অত্যন্ত নিষ্ঠাবান, কর্তব্য পরায়ন, সততা ও একাগ্রতার সহিত দায়িত্ব পালন করেছেন। তিনি স্বল্পভাষী এবং সদালাপী ছিলেন। তিনি বিভাগীয় শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং সহকর্মীদের কাছে খুবই প্রিয় একজন মানুষ ছিলেন। তিনি দীর্ঘদিন ধরেই ডায়াবেটিসসহ কিডনি জটিলতায় ভুগছিলেন। তাঁর স্বামী জনাব এ.কে.এম মঈন উদ্দিন, সেকশন অফিসার (কেন্দ্রীয় স্টোর) হিসাবে অত্র বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছেন। তিনি এক ছেলে ও দুই মেয়ে সন্তান রেখে গেছেন। তাঁর দীর্ঘ কর্মজীবনে কর্মনিষ্ঠা ও একাগ্রতার কথা বিশ্ববিদ্যালয় পরিবার শ্রদ্ধার সাথে স্মরণ করে।

আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।