Blog

শহীদ আহ্সান উল্ল্যাহ মাস্টারের ২০তম শাহদাৎবার্ষিক বশেমুরকৃবি’র শ্রদ্ধা জ্ঞাপন

শহীদ আহ্সান উল্ল্যাহ মাস্টারকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়। আজ ৭ মে ২০ তম মৃত্যুবার্ষিক উপলক্ষে এ মহান শ্রমিক নেতাকে শ্রদ্ধা জানানো হয়। এ উপলক্ষে সকাল ৯ টা ৩০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের শহীদ আহ্সান উল্ল্যাহ মাস্টার হলে নির্মিতব্য প্রতিকৃতিতে পুষ্প অর্পণ করা হয়। পুষ্প প্রদান অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের পক্ষে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ ও হল প্রভোস্ট প্রফেসর ড. মো. আব্দুস সালামের নেতৃত্বে সমর্পিত হয়। পরে ভাওয়ালের এ বীর মুক্তিযোদ্ধার জন্মভ‚মি গাজীপুরের হায়দরাবাদ গ্রামে অবস্থিত সমাধিতে পুষ্প অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, শিক্ষক, কমকর্তা ও কর্মচারিবৃন্দ। পুষ্প অর্পণ শেষে ১৯৫০ সালে জন্ম গ্রহণ করা এ জনমুখী নেতার যোগ্য সন্তান ও গাজীপুর-২ আসনের এম.পি ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বশেমুরকৃবি’র ট্রেজারারসহ শিক্ষক ও কর্মকর্তাগণ। ২০০৪ সালে নৃশংসভাবে শহীদ হওয়া ও ২ বারের সংসদ সদস্য মাটি ও মানুষের এ নেতার আত্মার মাগফেরাত কামনার্থে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় মসজিদ ও হলে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।