Blog

শহীদ আহ্সানউল্লাহ মাস্টার হলের নবনির্মিত গেট উদ্বোধন

আজ ২৮ জানুয়ারি ২০২৩ শনিবার বেলা ২.৩০ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের শহীদ আহসানউল্লাহ মাস্টার হলের নবনির্মিত গেট উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব জাহিদ আহসান রাসেল এমপি। মাননীয় মন্ত্রী বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক সাফল্য ও সুন্দরভাবে পরিচালনার জন্য মাননীয় ভাইস-চ্যান্সেলর ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূয়সী প্রশংসা করেন। তিনি শিক্ষার্থীদের দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার নিমিত্ত্বে কার্যকরী শিক্ষা ও গবেষণায় যথাযথ মনোনিবেশ করার আহবান জানান। অত:পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আহসানউল্লাহ মাস্টারসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
এসময়ে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া, ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ, ডীনবৃন্দ, পরিচালকবৃন্দ, প্রভোস্টবৃন্দ, প্রক্টর, রেজিস্ট্রারসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী, রেজিস্ট্রারসহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।