Blog

যথাযোগ্য মর্যাদায় শহীদ আহসান উল্ল্যাহ মাস্টার এম.পি-র ৭০তম জন্মদিন পালন

মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব জাহিদ আহসান রাসেল এম.পি মহোদয়ের গর্বিত পিতা, প্রখ্যাত শ্রমিক নেতা, ভাওয়াল বীর, বীর মুক্তিযোদ্ধা শহীদ আহ্সান উল্ল্যাহ মাস্টার এম.পি-র ৭০তম জন্মদিন আজ। তিনি ১৯৫০ সনের ৯ নভেম্বর গাজীপুরের টঙ্গী থানার হায়দারাবাদ গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। আমৃত্যু গণমানুষের কল্যাণে নিবেদিত এই মহান শ্রমিক নেতা একাধারে ইউপি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যানসহ গাজীপুর-২ (সদর) আসনে ৩ বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। অসম্ভব জনপ্রিয় এবং সততার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্কুল মাস্টার মৃত্যুঞ্জয়ী এই নেতাকে ২০০৪ সালে ৭ মে টঙ্গী স্টেশন সংলগ্ন নিজ বাসভবনের সামনে ঘাতক চক্র প্রকাশ্যে গুলি করে হত্যা করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তাঁর অসামান্য অবদানের কথা বিশ্ববিদ্যালয় পরিবার গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করে। জন্মদিন উপলক্ষে শহীদ আহ্সান উল্ল্যাহ মাস্টার হল প্রাঙ্গণে স্থাপিত মরহুমের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া। মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ, প্রক্টর ড. মোঃ আরিফুর রহমান খান, হল প্রভোস্ট প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, প্রফেসর ড. ইমরুল কায়েস, ড. ফারহানা হক, ড. রায়হানুর জান্নাত, ড. সোহানা পারভিনসহ হলের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।