Blog

মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব এডভোকেট আ.ক.ম. মোজাম্মেল হক এমপি সাহেবের স্ত্রী লায়লা আরজুমান্দ বানু এর মৃত্যুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর মহোদয়ের শোক প্রকাশ।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামীলীগের সম্মানিত সভাপতি আলহাজ্ব এডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক এমপি সাহেবের সহধর্মিনী লায়লা আরজুমান্দ বানু অদ্য ২৯ শে জুন সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল-৭১ বছর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দিন মিয়া ব্যক্তিগত ভাবে এবং বিশ্ববিদ্যালয়ে পরিবারের পক্ষে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। মরহুমা লায়লা আরজুমান্দ বানু জয়দেবপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন স্বনামধন্য শিক্ষিকা, সমাজসেবী এবং অত্যন্ত ধম©প্রাণ মহিলা ছিলেন। তিনি মরহুমার বিদেহীআত্মার চির শান্তি কামনা করেন। তিনি মৃত্যুকালে এক ছেলে, দুইমেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

 আল্লাহ রাব্বুল আলামীন এই মহিয়সী নারীকে জান্নাত নসীব করুন এবং পরিবারের সদস্যদের এই শোক সহিবার শক্তি দান করুন।