Blog

মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয়ের সহিত অনলাইন (Online) মতবিনিময় সভা

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে, “বর্তমান পরিস্থিতিতে শিক্ষা বিষয়ে করণীয়” প্রসঙ্গে মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয় সম্মানিত ট্রোজারার, সকল ডীন, অধ্যাপক, বিভাগীয় প্রধান, পরিচালক, প্রভোস্ট, প্রক্টরসহ আগ্রহী শিক্ষকগণের সহিত আগামী ১৮/০৫/২০২০ তারিখ সোমবার বেলা ১২:০০ ঘটিকা হইতে ০১:০০ ঘটিকা পর্যন্ত অনলাইন (Online) মতবিনিময় সভায় মিলিত হইবেন। উক্ত অনলাইন সভায় যোগদান করিতে নির্ধারিত সময়ে মোবাইল ফোনে “Zoom” এপ্লিকেশন অথবা কম্পিউটার/ল্যাপটপে Chrome/Mozilla Firefox ব্রাউজারে https://bdren.zoom.us/………. ঠিকানা ব্রাউজ করিয়া নিম্নোক্ত Meeting ID এবং পাসওয়ার্ড ব্যবহার করিতে হইবে। এই বিষয়ে প্রয়োজনীয় পরামর্শের জন্য জনাব মুহাম্মদ আকরাম হোসেন, কম্পিউটার প্রোগ্রামার, বশেমুরকৃবি’র সহিত যোগাযোগ করা যাইতে পারে।

Meeting ID: …………

Password: *******