Blog

মাননীয় প্রধানমন্ত্রীর ৭৬তম শুভ জন্মদিনে বিশেষ দোয়া মাহফিল

বাঙালীর বিশ্বজয়ের স্বপ্নসারথি, জাতিসংঘ ঘোষিত দ্বিতীয় বিশ্বসেরা প্রধানমন্ত্রী, আত্মপ্রত্যয়ী নন্দিত রাষ্ট্রনায়ক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু’র জ্যেষ্ঠ কন্যা জননেত্রী শেখ হাসিনা’র ৭৬তম শুভ জন্মদিন আজ। মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে বাদ যোহর এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম সাহেবের পরিচালনায় দোয়া মাহফিলে মাননীয় প্রধানমন্ত্রীর সুস্থ্যতা, দীর্ঘায়ু, রাষ্ট্র পরিচালনায় সাফল্য কামনাসহ দেশ ও জাতির উন্নতি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বিশেষ দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া, ট্রেজারার, প্রফেসর তোফায়েল আহমেদ, অনুষদীয় ডীনগণ, পরিচালকবৃন্দ, প্রক্টর, প্রভোস্টবৃন্দ, রেজিস্ট্রারসহ শিক্ষক-ছাত্র, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।