মাননীয় প্রধানমন্ত্রীর ৭৫তম শুভ জন্মদিনে বশেমুরকৃবিতে বৃক্ষরোপণ
উন্নত সমৃদ্ধ ও আধুনিক বাংলাদেশ গড়ার স্বপ্নসারথি, জাতিসংঘ ঘোষিত এসডিজি অগ্রগতি পুরস্কারপ্রাপ্ত, আত্মপ্রত্যয়ী নন্দিত রাষ্ট্রনায়ক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’র ৭৫তম জন্মদিন আজ। মাননীয় প্রধানমন্ত্রীর হিরণময় জন্মদিনের এই মাহেন্দ্রক্ষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় চত্বরে আজ ২৮ সেপ্টেম্বর’২১ মঙ্গলবার বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একটি আমলকী, একটি হরিতকী ও একটি বহেরা গাছের চারা রোপণের মাধ্যমে এ বৃক্ষরোপণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এ উপলক্ষে এক সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি সফল রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনার দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন। তিনি সকলের প্রতি বেশী করে ফলদ, বনজ ও ঔষধী গাছ লাগানোর আহবান জানিয়ে বলেন, আসুন বৈশ্যিক করোনা মহামারীকালে এ পৃথিবীকে আমরা অধিকতর সবুজে ভরে তুলি এবং বিশ্বকে করোনামুক্ত করতে ভূমিকা রাখি। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, প্রফেসর তোফায়েল আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের অনুষদীয় ডীনগণ, পরিচালকবৃন্দ, প্রক্টর, প্রভোস্টবৃন্দ, রেজিস্ট্রারসহ সকল শিক্ষক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।