Blog

মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে আজ আনন্দ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপিত হয়। এ উপলক্ষে সুর্য্যােদয়ের সাথে সাথে জাতীয পতাকা উত্তোলন ও সকাল ৯-৩০মি: প্রশাসন চত্বর থেকে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া’র নেতৃত্বে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভাইস-চ্যান্সেলর বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে ও জয়বাংলা ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন। আরো শ্রদ্ধা নিবেদন করেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদ, বঙ্গবন্ধু কর্মচারী পরিষদ ও বিশ্ববিদ্যালয় স্কুল। এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাধীনতা দিবসের এ আলোচনায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া করোনার মহামারীকালেও উপস্থিত বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশ আজ একটি বিশেষ গর্বের জায়গায় দাঁড়িয়েছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী শুধু আনুষ্ঠানিকতায় উদযাপন না করে বঙ্গবন্ধু’র স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে গভীর দেশ প্রেমে উজ্জীবিত হয়ে সকলকে দেশ গড়ার কাজে নিজ নিজ অবস্থান থেকে আত্মনিয়োগ করতে হবে, তবেই স্বাধীনতা দিবসের আয়োজন সার্থকতা পাবে। বিশ^বিদ্যালয়ের ট্রেজারার ও পরিচালক ছাত্রকল্যাণ (ভারপ্রাপ্ত) প্রফেসর তোফায়েল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ তোফাজ্জল ইসলাম, সহ-সভাপতি প্রফেসর ড. মোঃ রুহুল আমীন, সাধারণ সম্পাদক ড. মোঃ আরিফুর রহমান খান, রেজিস্ট্রার মোঃ সিরাজুল ইসলাম তালুকদার, বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদের সভাপতি ফারুক হোসেন মোল্লা ও বঙ্গবন্ধু কর্মচারী পরিষদের সভাপতি মোঃ আরিফুর রহমান মন্ডল প্রমুখ। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর এ শুভলগ্নে প্রথমবার শুরু থেকে অদ্য পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃক উদ্ভাবিত ৫০টিরও অধিক বিভিন্ন ফসলের উন্নত নতুন জাত এবং ১৪টি প্রযুক্তির উপর একটি প্রকাশনা ‘বশেমুরকৃবি প্রযুক্তি বই’ এর মোড়ক উন্মোচন করা হয়। স্বাধীনতা সংগ্রামে মহান শহীদের আত্মার মাগফেরাত কামনা, দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় বাদ যোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দিবসের অনুষ্ঠামালায় বিশ^বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন।