Blog

ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া এর দ্বিতীয় মেয়াদে নিয়োগ প্রদানে বিশ্ববিদ্যালয়ে আনন্দের বন্যা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় এর বর্তমান ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া এর গতিশীল নেতৃত্ব বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমসহ গবেষণার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত হওয়ায় শিক্ষা মন্ত্রণালয় ও মাননীয় প্রধানমন্ত্রীর সুপারিশক্রমে মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর বর্তমান ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া’কে দ্বিতীয় মেয়াদে চার বছরের জন্য ভাইস-চ্যান্সেলর নিয়োগ প্রদান করিয়াছেন, যাহা তাঁহার বর্তমান মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর (১১ জুন ২০২১) হইতে কার্যকর হইবে। মহামান্য রাষ্ট্রপতি’র এ নিয়োগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে আনন্দের বন্যা বহিতেছে। বিশ্ববিদ্যালয় পরিবার মনে করিতেছে যে, তাঁহার গতিশীল নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের সার্বিক গতিশীলতা অব্যাহত থাকিবে ও ভবিষ্যতে আরো বৃদ্ধি পাইবে। ভাইস-চ্যান্সেলর মহোদয় তাঁহার এ দ্বিতীয় মেয়াদের নিয়োগের জন্য মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষা উপমন্ত্রী ও মাননীয় সচিবসহ সংশ্লিষ্ট সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করিয়াছেন। তিনি জাতির পিতার নামে প্রথম উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়কে জাতির আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটাইয়া আন্তর্জাতিক পর্যায়ে স্থায়ীভাবে প্রতিষ্ঠা করিবার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।