Blog

বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ও বরেণ্য কৃষিবিদ প্রফেসর সাদাত উল্লা’র মৃত্যুতে উপাচার্য মহোদয়ের শোক বার্তা

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক সিন্ডিকেট সদস্য ও এডজাংক্ট ফ্যাকাল্টি, বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ও বরেণ্য কৃষিবিদ প্রফেসর সাদাত উল্লা’র মৃত্যুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

এক শোক বার্তায় তিনি বলেন প্রফেসর সাদাত উল্লা কৃষি শিক্ষা ও গবেষণায় অসামান্য অবদান রেখেছেন। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও এর মান উন্নয়নে তার অবদান অপরিসীম। সুদীর্ঘ অধ্যাপনাকালে তিনি অসংখ্য কৃতি ছাত্রকে এমএস ও পিএইচডি ডিগ্রী প্রদান করেছেন, যারা দেশে ও বিদেশে অত্যন্ত সুনামের সাথে       স্ব-স্ব ক্ষেত্রে অবদান রেখে চলেছেন। বশেমুরকৃবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া ব্যক্তিগতভাবে এবং বশেমুরকৃবি পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।