বাংলাদেশের কৃষিতে স্যাটেলাইট প্রযুক্তির ব্যবহার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
![]() |
![]() |
![]() |
আধুনিক আবহাওয়া পূর্বাভাসের মাধ্যমে কৃষি উন্নয়নে স্যাটেলাইটের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে আজ ৩১ জুলাই ২০২৩, সোমবার, বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটরিয়ামে এক সেমিনার অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ সেমিনারে টেকনিক্যাল সেশনে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকার ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের সিভিল ও এনভায়রনমেন্ট প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. ফয়সাল হোসেন এবং এগ্রোমেটিওরোলজি ইনফরমেশন সার্ভিস ডেভেলপমেন্ট প্রজেক্ট এর প্রকল্প পরিচালক ড. মোঃ শাহ্ কামাল খান। এগ্রোমেটিওরোলজি বিভাগের প্রধান প্রফেসর নাসিমুল বারী’র সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ। সেমিনারে উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর বলেন, অত্যন্ত সময়োপযোগী এবং কৃষক সমাজের কল্যাণার্থে নিবেদিত এ প্রকল্পের সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় সম্পৃক্ত থাকতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং বাংলাদেশের কৃষিতে স্যাটেলাইট প্রযুক্তির ব্যবহার শীর্ষক সেমিনারের আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন ইনস্টিটিউট অফ ক্লাইমেট চেঞ্জ এন্ড এনভাইরনমেন্ট (আইসিসিই)’র পরিচালক প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন। সেমিনারে সকল অনুষদীয় ডীন, বিভাগীয় প্রধান, এগ্রো-মেটিওরোলজি বিভাগের সকল শিক্ষক ও এমএস প্রোগ্রামের সকল ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।