বশেমুরকৃবি’র ডিন ও বিভাগীয় প্রধানগণের সাথে প্রফেসর ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমানের আলোচনা সভা
শিক্ষা ও গবেষণা কার্যক্রম দ্রুত চালু করার লক্ষ্যে ধারাবাহিক সভার অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ডিন, গ্রেড ওয়ান প্রফেসর, পরিচালকবৃন্দ, প্রক্টর ও সকল বিভাগীয় প্রধানগণের সাথে আলোচনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) দায়িত্বে থাকা প্রফেসর ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান। এ আলোচনা সভাটি সোমবার ৯ সেপ্টেম্বর সকাল ১১:৩০ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এ আলোচনা সভায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলন পরবর্তী একাডেমিক কার্যক্রম দ্রুত চালু করার প্রতি তাগিদ দেয়া হয়। এসময় প্রফেসর ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান বলেন, বিগত ২-৩ মাসে একাডেমিক ক্ষেত্রে যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা নিরসনকল্পে আর কালবিলম্ব না করে ক্লাস, পরীক্ষা ও গবেষণা কার্যক্রম চালু করা হবে। এক্ষেত্রে শিক্ষার্থীদের দাবিগুলোর প্রতি বিশ্ববিদ্যালয় অত্যন্ত যত্নশীল বলেও তিনি বক্তৃতায় উল্লেখ করেন। এ বিষয়ে কিভাবে আরো কার্যকরী সিদ্ধান্ত নেওয়া যায় সে বিষয়ে উপস্থিত শিক্ষকবৃন্দ সুচিন্তিত মতামত ব্যক্ত করেন। আলোচনা সভায় শিক্ষকবৃন্দ দ্রুত একাডেমিক ক্যালেন্ডার তৈরি করে তা অনুসরণ করার আহবান জানান। এছাড়া হল্ খোলার পাশাপাশি শিক্ষার্থীদের সাথে মতবিনিময় ও ক্লাস শুরুর বিষয়ে প্রাথমিক আলোচনা হয়।