বশেমুরকৃবি’তে শিক্ষার্থীদের কম্পিউটার দক্ষতায় ‘ডিজিটাল স্কিল্স ফর স্টুডেন্টস’ প্রশিক্ষণ উদ্বোধন
একাডেমিক জ্ঞানের পাশাপাশি কম্পিউটার দক্ষতায় সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) কম্পিউটার দক্ষতার উপর অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। বশেমুরকৃবি’র প্রশাসনিক ও আর্থিক দায়িত্বে থাকা প্রফেসর ড. জি.কে.এম মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গতকাল ২৪ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (সিএসটি) বিভাগের কম্পিউটার ল্যাবে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে অত্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ, প্রশিক্ষণ কর্মসূচির সভাপতি প্রফেসর ড. গণেশ চন্দ্র সাহা, প্রশিক্ষণের টুল্স অ্যান্ড টেকনিক্স অব বায়োইনফরমেটিক্স এর রিসোর্স পার্সন প্রফেসর ড. মোঃ তোফাজ্জল ইসলামসহ প্রশিক্ষণ গ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধনকালে অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, প্রাতিষ্ঠানিকভাবে অর্জিত জ্ঞানকে দক্ষতায় রূপান্তর করতে তথ্য প্রযুক্তিতে সম্মখ ধারণা রাখা অতীব জরুরি। আইসিটিতে স্কিল বাড়িয়ে কর্মক্ষেত্রে নিজেকে শাণিত রাখতে শিক্ষার্থীদের অক্লান্ত প্রয়াসের প্রতি গভীর তাগিদও দেন। এ জ্যেষ্ঠ অধ্যাপক আরো বলেন, কার্যকর প্রশিক্ষণ গ্রহণ করে জাতীয় ও আন্তর্জাতিকভাবে আমাদের শিক্ষার্থীরা নিজেদের মেলে ধরবে সুনামের সাথে, যার সুফল ভোগ করবে এ বিশ্ববিদ্যালয় তথা জাতীয় অঙ্গন। প্রাথমিকভাবে অনলাইনে রেজিস্ট্রেশনকারী ৫০ জন শিক্ষার্থীদের দুই মাস ব্যাপী ২৫ টি গুরুত্বপূর্ণ ক্লাসের মাধ্যমে এ প্রশিক্ষণ দেয়া হবে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ৪ জন প্রফেসর প্রশিক্ষণের ইনস্ট্রাক্টর হিসেবে ফাইন্ডেশন, ইন্টারমেডিয়েট ও অ্যাডভ্যান্স লেভেলের ৩টি স্তরে প্রশিক্ষণ প্রদান করবেন। ইত:পূর্বে ৩ টি ব্যাচ সফলতার সাথে এ ডিজিটাল প্রশিক্ষণ সম্পন্ন করেছেন এবং সামনে আরো এক হাজারের বেশি শিক্ষার্থীদের এ প্রশিক্ষণের আওতায় আনা হবে। উল্লেখ্য, পরিবর্তিত প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির নিরিখে বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের আওতাধীন ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এর তত্ত্বাবধানে ‘এনহ্যান্সিং ডিজিটাল গভর্নমেন্ট অ্যান্ড ইকোনমি’ (EDGE) নামে এ প্রশিক্ষণ দেয়া হচ্ছে।