Blog

বশেমুরকৃবিতে মুজিববর্ষ ব্যাডমিন্টন টুর্নামেন্টের চূড়ান্ত ফলাফল

সপ্তাহব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) শিক্ষক সমিতির উদ্যোগে “মুজিববর্ষ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২২” গত ১০ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সমাপ্ত হয়েছে। শিক্ষক সমিতির ক্রীড়া ও সাংস্কিৃতিক সম্পাদক এবং টুর্নামেন্টে পরিচালনা কমিটির আহবায়ক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান টুর্নামেন্টটির চারটি গ্রুপের উইনাররা সেমিফাইনাল খেলায় অংশগ্রহণ করেন। সেমিফাইনালে দুটি গ্রুপের উইনারগণ এক অপরের সহিত ফাইনালে প্রতিযোগীতা করেন। ওই ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হিসাবে সহকারী অধ্যাপক মো: খালেদ মোশারফ ও সহযোগী অধ্যাপক এম. রোকনুজ্জামান বিজয়ী হয়েছেন। উক্ত ফাইনাল খেলায় সহযোগী অধ্যাপক হায়দার ইকবাল খান ও ড. মো: মঞ্জুরুল ইসলাম রানার আপ হিসেবে বিজয়ী হয়েছেন। অন্যদিকে দ্বিতীয় রানার আপ হিসেবে ড. মো: আরিফুর রহমান খান ও ড. দীনেশ চন্দ্র সাহা বিজয়ী হয়েছেন। শিক্ষক সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আরও জানান বিশ^বিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো: গিয়াস উদ্দিন মিয়া ও ট্রেজারার অধ্যাপক তোফায়েল আহমেদের আন্তরিকতা ও শিক্ষক সমিতির কার্য নির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক ড. মো: ময়নুল হক, সাধারণ সম্পাদক ড. আসিফ রেজা অনিক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. টোটন কুমার ঘোষ, যুগ্ন সম্পাদক ড. মো: আব্দুস সালাম, ড. মোহাম্মদ লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক ড. মো: আতাউর রহমান, দপ্তর সম্পাদক ড. মিনহাজ আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: সায়েদুল ইসলাম, গবেষনা সম্পাদক ড. মো: রেজাউল করিম ও সদস্য অধ্যাপক ড. এ.কে.এম. আজাদ শাহ, ড. শিল্পী ইসলাম, ড. জাহিদুল ইসলাম, ড. অহিদুজ্জামান ও প্রিয়াংকা সাহা বৃষ্টিসহ সকলের অক্লান্ত পরিশ্রমে টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি টুর্নামেন্টটির পৃষ্ঠপোষক ওয়ালটন বাংলাদেশ লিমিটেডের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।