বশেমুরকৃবিতে তথ্য অধিকার আইন ও বিধিমালা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে আজ ২৩ নভেম্বর ২০২২, বুধবার তথ্য অধিকার আইন, বিধিমালা ও প্রবিধানমালা’ বিষয়ক এক প্রশিক্ষণ আইকিউএসি’র সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি এবং ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ এবং এপিএ’র টিম লিডার ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. এম. ময়নুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পরিচালক (আইকিউএসি) প্রফেসর ড. মোঃ আবিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন তথ্য অধিকার কর্মপরিকল্পনা বাস্তাবায়ন কমিটির আহবায়ক ও পরিচালক (গবেষণা) প্রফেসর ড. এ. কে. এম. আমিনুল ইসলাম। আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. আসিফ রেজা অনীক উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন। ভাইস-চ্যান্সেলর প্রশিক্ষণের উদ্বোধনীকালে বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর বিশ্বে তথ্য অধিকার আইন একটি গুরুত্বপূর্ণ বিষয়। তথ্য অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং তথ্য প্রাপ্তি সহজতর করার জন্য এ প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।
প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর জ্যেষ্ঠ কর্মচারীগণ অংশগ্রহণ করেন।