বশেমুরকৃবিতে আন্তর্জাতিক নারী দিবস ২০২২ উদযাপন
আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অগ্রযাত্রায় এ দিনটি একটি মাইলফলক। এ দিবসে জাতিসংঘ ঘোষিত প্রতিপাদ্য বিষয় ‘নারীর সুস্বাস্থ্য ও জাগরণ’ এবং বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ঘোষিত এবারের প্রতিপাদ্য বিষয় “টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই অগ্রগণ্য”। নারী অধিকার রক্ষায় বিশ্বব্যাপী সমতাভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ার লক্ষ্যে প্রতিবছর ৮ মার্চ নারী দিবস উদযাপন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে এ উপলক্ষ্যে নারী শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর অংশগ্রহণে দিবসটি উদযাপন করা হয়। এ দিবসে একটি বর্নাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।