বশেমুরকৃবি’তে আনন্দমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপিত
১৬ ডিসেম্বর ২০২৪, মহান বিজয় দিবস। বাংলাদেশের ইতিহাসে দিবসটি অত্যন্ত স্মৃতিবহ ও গৌরবময়। আনন্দমুখরতা, বিপুল উৎসাহ ও উদ্দীপনায় বশেমুরকৃবি’তে উদযাপিত হলো মহান বিজয় দিবস। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও মার্চপাস্টের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। সকাল ৯:৩০ টায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে একটি বিজয় র্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলসমূহের প্রভোস্টবৃন্দের নেতৃত্বে শিক্ষার্থীবৃন্দ, শিক্ষক সমিতি, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিশ্ববিদ্যালয় স্কুলের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন প্রীতি খেলাধুলা এবং পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম এর সভাপতিত্বে বিজয় দিবসের আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিজয় অর্জনের ঐতিহাসিক ঘটনার ধারাবাহিকতা উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, এ বিজয় অনেক ত্যাগের মাধ্যমে অর্জিত হয়েছে। বীর শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করে বৈষম্যহীন বিশ্ববিদ্যালয় ও দেশ গঠনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান ভাইস-চ্যান্সেলর। অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ, গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রমিজ উদ্দিন মিঞা, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. মোঃ গোলাম রসুল এবং রেজিস্ট্রার মোঃ আবদুল্লাহ্ মৃধা বক্তৃতা করেন। বিজয় দিবসের সকল কর্মসূচিতে বিভিন্ন অনুষদীয় ডিন, পরিচালকবৃন্দ, শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকবৃন্দ অংশগ্রহণ করেন। বাদ যোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে বীর শহীদদের আত্মার মাগফেরাত, দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।