বরেন্য কৃষিবিদ বদিউজ্জামান বাদশা’র মৃত্যুতে বশেমুরকৃবি পরিবার গভীরভাবে শোকাহত
কৃষিবিদদের অতি আপনজন সাবেক ছাত্রনেতা, কেন্দ্রীয় কৃষকলীগ নেতা, শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জননেতা কৃষিবিদ বদিউজ্জামান বাদশা আমাদের মাঝে আর নেই। গত রাত ০৩:২০ মিনিটে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার এই আকস্মিক মৃত্যুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডঃ মোঃ গিয়াসউদ্দীন মিয়া গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি মরহুম বদিউজ্জামান বাদশা এঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। ভাইস-চ্যান্সেলর এক শোক বার্তায় বলেন, জননেতা বদিউজ্জামান বাদশা’র মৃত্যুতে কৃষিবিদ সমাজ অতি আপনজনকে হারালো, তাঁর শুন্যতা কোনদিন পূরন হবার নয়। তিনি কৃষিবিদ ও কৃষকদের অধিকার আদায়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তিনি একাধারে প্রখর ছাত্রনেতা, দক্ষ কৃষক নেতা থেকে জননেতা হয়েছিলেন। আমরা তাঁর সংগ্রামী জীবনের প্রতিটি মূহুর্ত গভীর শ্রদ্ধা ও ভালবাসায় স্মরণ করি। মহান রাব্বুল আলামীন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।