Blog

বরেণ্য কৃষিবিদ ড. কাজী এম বদরুদ্দোজা এঁর মৃত্যুতে বশেমুরকৃবি’র শোক

গভীর শোক ও অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, কৃষি গবেষণা ও সম্প্রসারণের পথিকৃৎ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কৃষি বিজ্ঞানী, বাংলাদেশের কৃষি উন্নয়নের অগ্রদূত, ন্যাশনাল এমেরিটাস সায়েন্টিস্ট, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এর সাবেক নির্বাহী চেয়ারম্যান ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক বরেণ্য কৃষিবিদ ড. কাজী এম বদরুদ্দোজা বার্ধক্য জনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ৩০ আগষ্ট ২০২৩,৪:৩০ টায় ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবার গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। এক শোক বার্তায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া বলেন, বহু প্রতিষ্ঠান গড়ার কারিগর এই বরেণ্য কৃষিবিদ বাংলাদেশের কৃষি উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন। তিনি এ বিশ্ববিদ্যালয়ের পূর্বতন প্রতিষ্ঠান ইনস্টিটিটিউট অব পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজ ইন এগ্রিকালচার (ইপসা)’র গোড়াপত্তন করেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কৃষি  ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তিনি ২০১২ সালে স্বাধীনতা পুরষ্কার লাভ করেন। তিনি একাধিকবার বশেমুরকৃবি’র সিন্ডিকেট সদস্যের দায়িত্ব পালনকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর অসামান্য অবদানের কথা বিশ্ববিদ্যালয় পরিবার গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করে। এই বরেণ্য কৃষিবিদের মৃত্যুতে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।