Blog

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব-এঁর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সহধর্মিনী এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এঁর জননী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯১তম জন্মদিন উপলক্ষে আজ (৮ আগস্ট’২১, সকাল ১০-০০ টায়) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ^বিদ্যালয়ের ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব’ ছাত্রী হলে বঙ্গমাতা’র প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, মিলাদ এবং দোয়া মাহফিল ও বৃক্ষরোপণের আয়োজন করা হয়। বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন।
আলোচনা সভায় প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, দেশ ও জাতির জন্য বেগম ফজিলাতুন্নেছা মুজিব এঁর অপরিসীম ত্যাগ, তিতিক্ষা ও অবদানের জন্য জাতি তাঁকে বঙ্গমাতা খেতাবে ভূষিত করেছে। স্বাধীনতা আন্দোলনসহ বাংলাদেশের সার্বিক ক্ষেত্রে বঙ্গমাতার এ অসামান্য অবদানের জন্য তিনি চিরস্মরণীয় হয়ে আছেন। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও জাতীয় ইতিহাসের সকল পর্যায়ে বঙ্গবন্ধু এবং দলীয় নেতাকর্মীদের অনুপ্রেরণা, শক্তি, সাহস, মনোবল ও সঠিক পরামর্শের উৎস হয়ে উঠেছিলেন বঙ্গমাতা বেগম মুজিব। ভাইস-চ্যান্সেলর আরো বলেন, ঘাতকরা মনে করেছিলো এই পরিবারটি শেষ হয়ে গেলে বঙ্গবন্ধু’র আদর্শের মৃত্যু হবে, কিন্তু তাঁর সুযোগ্য দুই কন্যা জাতির পিতা বঙ্গবন্ধু’র আদর্শ ধারণ করে দেশকে আজ এগিয়ে নিয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় দেশ আজ উন্নয়নের রোল মডেল। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিশেষ অতিথি বিশ^বিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ এবং সভাপতিত্ব করেন হল প্রভোস্ট ড. ফারহানা হক। আলোচনা ও দোয়া মাহফিল শেষে হল প্রাঙ্গণে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়াসহ উপস্থিত অন্যান্য শিক্ষকগণ ফলদ বৃক্ষের চারা রোপন করেন। এসময় বিশ^বিদ্যালয়ের পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. ইমরুল কায়েস, প্রক্টর ড. মোঃ আরিফুর রহমান খান, শহীদ তাজউদ্দীন আহমদ হলের প্রভোস্ট ড. দীনেশ চন্দ্র সাহা, ইলামিত্র হলের প্রভোস্ট ড. রায়হানুর জান্নাত, রেজিস্ট্রার মোঃ সিরাজুল ইসলাম তালুকদারসহ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে কর্মরত সকলে উপস্থিত ছিলেন