বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চ’৭১ এর ভাষণকে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যের দলিল হিসেবে স্বীকৃতি দেয়ায় এবং মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্তি করায় এর ঐতিহাসিক গুরুত্ব এখন বিশ্বব্যাপী স্বীকৃত। এ দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে সকাল ৯-৩০মি: প্রশাসন চত্বর থেকে মাননীয় উপাচার্যের নেতৃত্বে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে ভাইস-চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের পক্ষে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন। পরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদ, বঙ্গবন্ধু কর্মচারী পরিষদ ও বিশ্ববিদ্যালয় স্কুল বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করে। দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া বঙ্গবন্ধু ও তাঁর পরিবারসহ দেশের সকল শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ৭ মার্চ আমাদের জন্য একটি ঐতিহাসিক ও গৌরবের দিন এবং সারা বিশ্বের জন্য স্মরণীয় দিন। তিনি বলেন, এ ভাষণে বঙ্গবন্ধু মানুষের অধিকার আদায়ের কথা ও সংগ্রামের কথা বলেন এবং স্বাধীনতার ডাক দেন। ভাইস-চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের সকলকে বঙ্গবন্ধু’র ৭ মার্চের ভাষণ বারংবার অধ্যয়ন ও অনুধাবন করার মাধ্যমে প্রকৃত দেশপ্রেমিক হওয়ার আহবান জানান। দিবসের অনুষ্ঠানসমূহে বিশ^বিদ্যালয়ের ট্রেজারার, ডীনবৃন্দ, রেজিস্ট্রার, পরিচালকবৃন্দ, প্রক্টর, প্রভোস্টবৃন্দসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও বিশ্ববিদ্যালয় স্কুলের সকল ছাত্র-ছাত্রী-শিক্ষকগণ অংশগ্রহণ করেন।