Blog

বশেমুরকৃবিতে রিসার্স রিভিউ ওয়ার্কশপ অনুষ্ঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) দু’দিনব্যাপী (১৩ ও ১৪ নভেম্বর) ’রিসার্স রিভিউ’ শীর্ষক কর্মশালা আজ (১৩ নভেম্বর’১৯, সকাল ১০.০০ টায়) বিশ^বিদ্যালয় অডিটরিয়ামে শুরু হয়। এ উপলক্ষ্যে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মশালার উদ্বোধন করেন। প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, কৃষি গবেষণায় দেশ উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছে। এ সফলতার পেছনে এ বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। তিনি আরো বলেন, কৃষি উন্নয়নে বাংলাদেশের সফলতার একটি অনন্য গল্প রয়েছে। তিনি গবেষণার উপর অধিক জোর দিয়ে বলেন, যতবেশি গবেষণা হবে ততোবেশি সফলতা আসবে। শৃঙ্খলা ও দায়িত্বশীলতার প্রতি গুরুত্বারোপ করে তিনি আরো বলেন, আমরা যদি সুশৃঙ্খল ও দায়িত্বশীল হই এবং স্ব স্ব অবস্থান থেকে কাজ করে যাই তবে আমাদের দেশ অচিরেই সত্যিকারের সোনার বাংলায় পরিণত হবে। ইউজিসি’র চেয়ারম্যান এ কর্মশালার সার্বিক সফলতা কামনা করেন। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীম মিয়া কর্মশালায় সভাপতিত্ব করেন এবং তাঁর বক্তব্যে বলেন, কৃষিই জীবন, কৃষিই বাংলাদেশের উন্নয়নে মূল চালিকাশক্তি, এটিই বাস্তবতা। কৃষি উন্নয়নে কৃষকের পরেই কৃষি গবেষকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি প্রতিযোগিতামূলক বিশ্বের সাথে তাল মিলিয়ে গবেষণা কার্যক্রমকে এগিয়ে নেয়ার আহ্বান জানান। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ। তিনি তাঁর বক্তৃতায় কর্মশালার সফলতা কামনা করে বলেন, গবেষণালব্ধ ফলাফল আমাদের জ্ঞানকে আরো সমৃদ্ধ করবে। কর্মশালায় স্বাগত বক্তৃতা প্রদান করেন পরিচালক (গবেষণা) প্রফেসর ড. এ. কে. এম. আমিনুল ইসলাম এবং ধন্যবাদ জ্ঞাপন করেন, সহযোগী পরিচালক (গবেষণা) ড. দীনেশ চন্দ্র সাহা।
দু’দিনের এ কর্মশালায় মোট ৭টি টেকনিক্যাল সেশনে ৫৬টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হবে। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ইউজিসি’র প্রফেসর ড. মোঃ আব্দুল মান্নান আকন্দ, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য, প্রফেসর ড. মোঃ গোলাম শাহি আলম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আনোয়ারুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক ও আমন্ত্রিত কৃষি বিজ্ঞানীগণ অংশগ্রহণ করেন।