Blog

বিশ্ববিদ্যালয়ে শহীদ তাজউদ্দীন আহমদ এঁর ৯৮তম জন্মদিন পালন

 

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় নেতা বঙ্গতাজ শহীদ তাজউদ্দীন আহমদ-এঁর ৯৮তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় আজ (২৩ জুলাই, ২০২৩, রবিবার) বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ হলে পালিত হয়। এ উপলক্ষে শহীদ তাজউদ্দীন আহমদ হলে স্থাপিত তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে মিলাদ মাহফিল, দোয়া এবং বাদ মাগরিব শহীদ তাজউদ্দীন আহমদ হলে আলোচনা সভার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে জাতীয় নেতা শহীদ তাজউদ্দিন আহমদ এর জীবনী ও অবদানের উপর আলোকপাত করেন এবং মোনাজাত অনুষ্ঠিত হয়। শহীদ তাজউদ্দীন আহমদ হলের প্রভোস্ট ড. দীনেশ চন্দ্র সাহা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অনুষদীয় ডীনবৃন্দ, পরিচালকবৃন্দ, শহীদ তাজউদ্দীন আহমদ হলের সহকারী প্রভোস্ট ড. মিনহাজ আহমেদ, ড. শহীদুল ইসলাম, ড. মোঃ হুমায়ুন কবীর, মোঃ মনিরুজ্জামান, জয়দেব গোমস্তাসহ অন্যান্য হলের প্রভোস্ট, সহকারী প্রভোস্টবৃন্দ, হলের ছাত্র ও সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।