Blog

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ১১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, ২০২২ আজ ১৬ মার্চ বুধবার কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. এনামুর রহমান, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। সকালে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা হয়। প্রতিযোগিতার শুরুতে বেলুন ও পায়রা উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, এমপি। পরে প্রতিযোগিদের অংশগ্রহণে মার্চ পাস্ট ও শিখা প্রজ্বলন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গিয়াসউদ্দীন মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক তোফায়েল আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে জাতির জনক বঙ্গবন্ধু’র নামে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক মনোরম পরিবেশ ও সুন্দর সুশৃঙ্খল অনুষ্ঠানে প্রথমবারের মতো উপস্থিত হতে পেরে তিনি আনন্দ ও উচ্ছাস প্রকাশ করেন। শিক্ষা ও গবেষণার বিভিন্ন মানদন্ডে এবং বার্ষিক উন্নয়ন কর্মপরিকল্পনা (এপিএ)তে বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় দেশ সেরা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করায় তিনি বিশ্ববিদ্যালয়ের ভূয়সী প্রশংসা করেন এবং বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান। তিনি বিদ্যামান শিক্ষার সুষ্ঠু পরিবেশ অক্ষুন্ন রেখে আধুনিক ও যুগোপযোগী উন্নত গবেষণায় শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের অধিক মনোযোগী হওয়ার আহবান জানান। তিনি ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি সারা বছর নিয়মিত খেলাধুলা চর্চার আহ্বান জানান এবং এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, ক্রীড়া ও সাংস্কৃতিক উন্নয়নে বর্তমান সরকারের সকল ধরনের সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি পুন:ব্যক্ত করেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সর্বমোট ২০টি ইভেন্টে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে উপাচার্য বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।