Blog

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে দাপ্তরিক আচরণ ও দক্ষতা বৃদ্ধি শীর্ষক কর্মশালা



বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি আয়োজিত ‘দাপ্তরিক আচরণ ও দক্ষতা বৃদ্ধি’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আজ ২৩ ডিসেম্বর ২০২১ আইকিউএসি সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন। তিনি তাঁর বক্তৃতায় বলেন, সম্প্রতি বশেমুরকৃবি আন্তর্জাতিকভাবে সিমাগো র‌্যাংকিং এবং বাংলাদেশ সরকারের এপিএ মূল্যায়নে দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি পেয়েছে। এই অর্জনকে ধরে রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি অফিস সহায়কদেরকে বিশ্ববিদ্যালয়ের ভাবমুর্তি সমুন্নত রাখতে কাজ করার আহবান জানানোর পাশাপাশি প্রশিক্ষণের সফলতা কামনা করেন।
প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ সিরাজুল ইসলাম তালুকদার। পরিচালক (আইকিউএসি) প্রফেসর ড. আবিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বেধনী অনুষ্ঠানে আইকিউএসি এর অতিরিক্ত পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ে কর্মরত সকল অফিস সহায়ক (এমএলএসএস) অংশগ্রহণ করেন।