Blog

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

শহীদ বুদ্ধিজীবী দিবস আজ। বিনম্র শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় দেশের শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়। এ উপলক্ষে আজ (১৪ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার) বিশ্ববিদ্যালয় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, কালো ব্যাজ ধারণ, পুষ্পস্তবক অর্পণ, শোক র‌্যালী, আলোচনা এবং বিশেষ দোয়া মাহফিল। ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়ার নেতৃত্বে একটি শোক র‌্যালী ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়। এছাড়াও শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদ, বঙ্গবন্ধু কর্মচারী পরিষদ ও বশেমুরকৃবি স্কুল আলাদাভাবে পুষ্পার্ঘ প্রদান করে। পুষ্পার্ঘ শেষে বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ বক্তব্য রাখেন। ভাইস-চ্যান্সেলর ১৯৭১ এর ১৪ ডিসেম্বর জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবী, মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদ, বঙ্গবন্ধু ও তাঁর পরিবারসহ ৩ নভেম্বরে শহীদ জাতীয় নেতাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, স্বাধীনতার চূড়ান্ত বিজয়ের পূর্ব মুহুর্তে অত্যন্ত পরিকল্পিতভাবে জাতির অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করতে তালিকা করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের এইদিনে নৃশংসভাবে হত্যা করা হয়। স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র আজও অব্যাহত রয়েছে, এদের বিষয়ে সবাইকে সর্বদা সতর্ক থাকতে হবে। শহীদ বুদ্ধিজীবী পরিবারকে উপযুক্ত সম্মান ও মর্যাদা প্রদান এবং ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বাদ যোহর কেন্দ্রীয় জামে মসজিদে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত, দেশ-জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দিবসের সকল কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।