Blog

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে বিশ্ববিদ্যালয়ের বাজেট অনুমোদন ও বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন

 

আজ ২৫ জুলাই তারিখে অনুষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৯৭তম সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ২০২০-২১ অর্থ বছরের জন্য ৭৫ কোটি ২ লক্ষ টাকা মূল বাজেট অনুমোদন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ এ বাজেট ঘোষণা করেন। সিন্ডিকেট সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদ চত্বরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়াসহ সিন্ডিকেটের সকল সদস্যবৃন্দ উপস্থিত থেকে গাছের চারা রোপন করেন। ভাইস-চ্যান্সেলর তাঁর বক্তৃতায় বলেন, বৃক্ষ আমাদের পরম বন্ধু, বৃক্ষ পরিবেশকে বিপর্যয় থেকে রক্ষা করে, পরিবারের সচ্ছলতা আনে, অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখে ও পাখির নিরাপদ আবাসস্থল হিসেবে ভূমিকা রাখে। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত প্রতিবছর বৃক্ষরোপন কর্মসূচি পালন, বৃক্ষের পরিচর্যা ও যত্নের প্রতি গুরুত্বারোপ করেন। এ সময় বৃক্ষরোপন কমিটির আহবায়ক প্রফেসর ড. সত্য রঞ্জন সাহা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ বৃক্ষরোপন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।