Blog

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

‘মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২১-২৭ জুলাই দেশব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে আজ ২৪ জুলাই বিকাল ৪.০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া সংলগ্ন লেকে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি পালিত হয়। গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করেন। তিনি তাঁর বক্তৃতায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের আরো উন্নত গবেষণার মাধ্যমে দেশের মৎস্য সম্পদ উন্নয়নে ভূমিকা রাখার আহবান জানান। পাশাপাশি প্রতি ইঞ্চি জলাশয় মৎস্য চাষের আওতায় আনার উপযোগী সম্প্রসারণ কর্মসূচি উদ্ভাবনের পরামর্শ প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া এবং ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ উপস্থিত ছিলেন। পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক ও প্রভোস্টবৃন্দসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাৎস্য বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. নার্গিস সুলতানা।