Blog

বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের সাময়িক দায়িত্বে প্রফেসর জি. কে. এম. মোস্তাফিজুর রহমান

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) উপাচার্যের পদ শূন্য হওয়ার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় পরিচালনার সাময়িক দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নির্দেশনা অনুসরণ করে গতকাল ৩ সেপ্টেম্বর এ বিশ্ববিদ্যালয়ের সকল ডিন ও বিভাগীয় প্রধানগণের সভার সিদ্ধান্ত অনুযায়ী এ দায়িত্ব দেওয়া হয়। মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক পরবর্তী ভিসি নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি এ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক, আর্থিক ও শিক্ষা কার্যক্রম পরিচালনা করবেন। ইতঃপূর্বে প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান মৃত্তিকা বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান এবং গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন। উল্লেখ্য, গত ১৯ আগস্ট ২০২৪ তারিখে প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া উপাচার্যের পদ থেকে পদত্যাগ করলে এ শূন্য পদের সৃষ্টি হয়।

বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের লিঙ্ক: